সৃজন মনন সুন্দর ও শুদ্ধ উচ্চারণ সৃষ্টির বিকাশ এই স্লোগান সামনে রেখে প্রবর্তক একাডেমি আয়োজিত শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ইন্ডাস্ট্রিয়েল স্কুল (শহিদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর) প্রাঙ্গণে প্রবর্তক একাডেমির সভাপতি সোহেল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া’র সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, বিশেষ অতিথি ছিলেন গভ. মডেল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন মৃধা, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন ও নাইম রহমান।
প্রধান অতিথি বলেন, শিশুদের জীবন গড়ার ক্ষেত্রে মিথ্যা বলা পরিহার করা এবং শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সাথে সদাচারী হওয়া, শিক্ষকদের আদেশ নির্দেশ মান্য করলে শিক্ষার্থীরা তাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে। তিনি আরো বলেন, শুদ্ধ বানান এবং শুদ্ধ উচ্চারণের গুরুত্ব অপরিসীম। প্রবর্তক একাডেমি যে পরিকল্পনা নিয়েছে তা প্রশংসনীয়।
অনুষ্ঠানে একক আবৃত্তি করেন প্রবর্তক একাডেমির শিক্ষার্থী রোজবাহ ও ফাতিহা এবং সকল শিক্ষার্থীবৃন্দ দলীয় আবৃত্তি পরিবেশন করেন।
উল্লেখ্য যে, ২৩ জুলাই গভ. মডেল গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ শুদ্ধ বানান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply