কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
বৃক্ষ রোপণ, র্যালী,আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি।মংগলবার(১২আগষ্ট) সকাল সাড়ে দশটায় উপজেলার আদমপুরস্থ সংস্থার কার্যালয় থেকে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীসহ প্রায় শতাধিক মানুষের অংশগ্রহণে এক র্যালী স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে গুড নেইবারস প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন। সবশেষে সংস্থা পরিচালিত একে বাংলা স্কুল মিলনায়তনে মৌলভীবাজার সিডিপির প্রোগ্রাম অফিসার আব্দুর রহমান ফাইয়াজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেইচার এন্ড পিস ক্লাবের সদস্যদের সার্বিক সমন্বয়ে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডমিন অফিসার রক্সি মার্ক পালমা, একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিজান প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply