স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৬ লাখ টাকা মূল্যের ১১ হাজার ৭শত প্যাকেট আতশবাজিসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট থেকে বিপুল পরিমান এই আতশবাজিসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার মোঃ ইদ্রিস মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া-(৩০) ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোপালপুর গ্রামের মোঃ গোপালনগর গ্রামের মোঃ মানিক সরকারের ছেলে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দাতিয়ারা গ্রামের ভাড়াটিয়া মোঃ শাকিল সরকার-(২০)। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরর নেতৃত্বে র্যাব সদস্যরা পৌর এলাকার গোকর্ণঘাট বাজারে অভিযান চালিয়ে মোঃ সাগর মিয়া ও শাকিল সরকারকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১১ হাজার ৭০০ প্যাকেট বিভিন্ন ধরনের আতশবাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আতশবাজির দাম আনুমানিক ৫ লাখ ৮৫ হাজার টাকা। এ ঘটনায় সদর মডেল থানায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply