আগামী ১৫ আগস্ট রোজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউপিতে মুজিব শতবর্ষ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংঘঠনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্নস্থানে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে ।শনিবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় রামরাইল ইউপির বিজেশ্বর এ মোনেম বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কর্মসূচীর উদ্বোধন করা হবে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ বড়ুয়া।
রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত খাঁনের সভাপতিত্বে ও রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলীর সার্বিক পরিচালনায় এতে আরো উপস্থিত থাকবেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ রফিকুল ইসলাম ভুইয়া ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ।
রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান জানান, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রুপকার র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের দিকনির্দেশনায় এ কর্মসূচী আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচীতে সামাজিক দুরত্ব মেনে রামরাইল ইউপির সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানান তিনি। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply