শফিকুর রহমান, সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এস.এম মোসার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের-৩১২ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশন ফারজানা প্রিয়াংকা, সরাইল থানা অফিসার ইনচার্জ আল মামুন নাজমুল আহম্মেদ।
বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ ও উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ শফিকুর রহমান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃদা। এছাড়া আরো বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ আব্দুল জব্বার, রফিকুল ইসলাম খোকন,সাইফুল ইসলাম, দীন ইসলাম, সরাফত আলী প্রমুখ।
সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সংরক্ষিত নারী সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ প্রধনা অতিথির বক্তব্যে সরাইল থেকে মাদক, জুয়া বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসার বক্তব্যে সরাইলের প্রধান সড়ক দখল করে সিএনজি ও অটোরিক্স রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে আমি ও সহকারী কমিশনার ফারজানা প্রিয়াংকা একাধিক মোবাইল কোর্ট করে অনেক অটোরিক্স ও সিএনজি আটক করেছি। কিন্তুু সাজা দিতে পারছিনা। এলাকার গন্যমান্য ব্যাক্তিরা ও অভিভাবকরা এসে কান্নাকাটি করে ছেড়ে নিয়ে যায়।
স্থানীয় জনপ্রতিনিধি, আইন শৃংখলা কমিটির সদস্য ও গন্যমান্য ব্যাক্তিদের প্রতি অনুরোধ করে বলেন, অটোরিক্স ও সিএনজি মালিকরা যেন ১৮ বছরের কম বয়সী চালকদের হাতে অটোরিকশা তুলে না দেন সেজন্য অনুরোধ জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply