স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ২১ শে সেপ্টেম্বর ২০২০ ইং রোজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনে ১১ পদে প্রতিযোগিতাকারী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) মনোয়নপত্র জমাদানের শেষদিনে জেলা নির্বাচন কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার মোঃ জিল্লুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের মনোয়নপত্র জমা দেন।
দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোয়নপত্র দাখিল করেছেন দৈনিক ইত্তেফাক ও বিটিভির জেলা প্রতিনিধি মোঃ আরজু, দৈনিক তিতাস কন্ঠ পত্রিকার সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামী, দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সহসভাপতি পদে দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য, সহসভাপতি পদে দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ খান বিটু, দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, সাধারন সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন ও যুগ্ম সাধারন সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রিয়াজ উদ্দিন অপু মনোয়নপত্র দাখিল করেছেন।
এদিকে, কোষাধ্যক্ষ হিসেবে মনোয়নপত্র জমা দিয়েছেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম শাহজাদা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক পদে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহজাহান সাজু, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে দৈনিক শেয়ার বিজ পত্রিকার জেলা প্রতিনিধি এইচ এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মুজিবুর রহমান খান, সময়টিভির ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী এবং কার্যকরী সদস্য হিসেবে দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজ ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার মোঃ জিল্লুর রহমান প্রার্থীদের মনোয়নপত্র জমাদানের সত্যতা নিশ্চিত করে জানান, আজ বুধবার মনোয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং আগামী ১৪ সেপ্টেম্বর মনোয়নপত্র প্রত্যাহার ও আগামী ২১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply