স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
২০১৯- ২০২০ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক ও সবজি বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে এই কর্মসূচির আওতায় সদর উপজেলায় ৯২৫ জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply