ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার গতকাল শনিবার সরাইল উপজেলাধীন চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাই সংক্রান্ত তৃণমূলের মত বিনিময় সভায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকমর্ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।
সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংরক্ষিত আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আক্তার) প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামতকে অগ্রাধিকার দিয়ে জনপ্রিয় ও উপযুক্ত প্রার্থীকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রদান করা হবে মর্মে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক খায়রুল হুদা চৌধুরী বাদল, প্রবীন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আরব আলী সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply