ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দাতিয়ারা-ওয়াপদা রোডের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে এ কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসেস নায়ার কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সংবাদপত্র পরিষদের সাধারন সম্পাদক নজর“ল ইসলাম শাহজাদা, সংরক্ষিত কাউন্সিলর সালমা বেগম, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ- সহকারী প্রকোশলী সুমন দত্ত, ঠিকাদার আব্দুস সাত্তার, মোঃ আরব আলীসহ এলাকাবাসী। এই রাস্তাটি ২৫ লক্ষ টাকায় কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনকালে পৌর মেয়র বলেন, পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধার জন্য বর্তমান পৌর পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পৌর এলাকার যে সকল রাস্তা-ঘাট সংস্কার বা মেরামতের বাকি রয়েছে। খুব শিগগিরই সে সকল রাস্তা-ঘাটের কাজ শুর“ করা হবে। কোনো রাস্তা বাকি থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও মেরামত করা হবে।’ তিনি আরো বলেন, সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের অংশ এটি। এ কাজে যাতে কোন অবহেলা না হয়। কাজের গুনগত মান বজায় রাখতে পৌরসভার পক্ষ থেকে আমরা সবসময় তদারকি করছি। এভাবে আমরা পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজগুলো প্রতিনিয়তই করে যাচ্ছি এবং আমাদের কাজের এ ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply