মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বামীকে ঘর জামাই হিসেবে স্ত্রীর পিত্রালয়ে বসবাসের প্রস্তাব দিলে স্বামী তার স্ত্রীর প্রস্তাবে রাজী না হওয়ায় আদালতে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
একটি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ নভেম্বর পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামের এমদাদুল হকের মেয়ে হাঁসি আক্তারের সাথে গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন গ্রামের আলফু মিয়ার ছেলে আরিফ মিয়ার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কাবিন মূলে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রী হাঁসি আক্তার স্বামী আরিফকে তার পিত্রালয় ভূবন গিয়ে ঘর জামাই হিসেবে বসবাস করার প্রস্তাব দিতে থাকে। মা বাবা, ভাই বোন,আত্মীয় স্বজন রেখে আরিফ তার শ্বশুর বাড়ী ভূবন গিয়ে ঘর জামাই হিসেবে বসবাস করতে রাজী না হওয়ায় অবশেষে স্ত্রী হাঁসি আক্তার ক্ষিপ্ত হয়ে গত ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ আদালতে স্বামী আরিফ ও তার পিতা আলফু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১১ (গ)/৩০ ধারা, পি- ৫১৩/২০ মিথ্যা মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিরনগরকে ঘটনার সত্যতা তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ২৭/০৯/২০২০ তারিখের ৩০৬৬ নং স্মারকের তদন্ত প্রতিবেদনে দেখা যায়, হাঁসি তার স্বামীর বাড়ীতে বসবাস করতে রাজী নয়। সে চায় তার স্বামীকে নিয়ে তার বাবার বাড়ী ভূবনে বসবাস করতে। স্ত্রীর প্রস্তাবে স্বামী রাজী না হওয়ায় স্ত্রী হাঁসি আক্তার আদালতে স্বামী আরিফ ও তার পিতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply