স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ আরিফুল হক মৃদুল। গত সোমবার অপরাহ্নে তিনি তার দায়িত্বভার বুঝে নেন। এর আগে তিনি বান্দরবন জেলার থানচি উপজেলার নির্বাহী অফিসার ছিলেন।
গত ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক আদেশে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মোসাকে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় এবং বান্দরবন জেলার থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলকে সরাইল উপজেলায় বদলির আদেশ দেন।
বদলীর আদেশের ২০দিন পর গত ৩ নভেম্বর সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকার কাছে দায়িত্বভার বুঝিয়ে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নতুন কর্মস্থলে চলে যান তৎকালীন ইউএনও এ.এস.এম মোসা।
গত ১২ ডিসেম্বর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকাও চলে যান প্রশিক্ষণে। দ্বিতীয় দফা ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব দিয়ে যান আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসকে।
অবশেষে আদেশের দুই মাস পর গত ১৪ ডিসেম্বর সোমবার অপরাহ্নে নতুন কর্মস্থল সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মোঃ আরিফুল হক মৃদুল।
এ ব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল বলেন, প্রশাসনিক কারণে সরাইলে যোগদান করতে বিলম্ব হয়েছে। আমি যে ষ্টেশনে ছিলাম, সেখানে আমার স্থলে যিনি পোষ্টিং পেয়েছেন তঁার আসতে বিলম্ব হয়েছে। গত ১৩ ডিসেম্বর তিনি যোগদান করেছেন। আমি ১৪ ডিসেম্বর সরাইলে যোগদান করেছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply