স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে ১৫ কেজি গাঁজা, ১ টি পিকআপ ও মাদক বিক্রয়ের নগদ সাড়ে ৮ হাজার টাকাসহ মোঃ সজিব ভুইয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন র্যাব।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি পিকআপ সহ সজিব ভুইয়াকে আটক করেন। আটককৃত সজিব ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার মৃত মোঃ নান্নু ভুইয়ার ছেলে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply