সংবাদ শিরোনাম
নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য ও নাশকতা মামলায় ভলাকুট ইউপি চেয়ারম্যান গ্রেফতার দূর্বৃত্তদের প্রাননাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার টঙ্গীতে খুন হওয়া ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুকে তাদের মা-ই হত্যা করেছেন বলে স্বীকারোক্তি রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার আকরাম সরাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ড্রেজার জব্দ ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুকে টঙ্গীতে নৃশংসভাবে হত্যা কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত; আহত-২ বাঞ্ছারামপুরে শারীরিক নির্যাতনের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন তারেক রহমান কাফনের কাপড় পড়ে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু
ইয়াবা ব্যবসায়ীর হামলায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সায়েদ আজম গুরুত্বর আহত

ইয়াবা ব্যবসায়ীর হামলায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সায়েদ আজম গুরুত্বর আহত

সদর উপজেলা (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারে ভারুয়াখালীর সাবেক পাড়ায় ইয়াবা ব্যবসায়ী সালাউদ্দিন বাহিনীর হামলায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের মেধাবী ছাত্র সায়েদ আজম গুরুত্বর আহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন ভারুয়াখালী সাবেক পাড়া সালা উদ্দিন (পিতা- মোস্তাক মিয়া) ছেলে ইয়াবা ব্যাবসায়ী সালাউদ্দিন একই এলাকার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের বিভাগের ৯ম ব্যাচের ছাত্র সায়েদ আজম উপর বেপরোয়া হামলা চালায় ইয়াবা ব্যবসায়ী সালাউদ্দিন বাহিনীর লোকজন। ভারুয়াখালী সাবেক পাড়ার ১নং ওয়ার্ড (নবীন ভিটা) এলাকায় এঘটনা ঘটে।
বিশেষ সূত্রে জানা যায়, সালাউদ্দিন ও তারও তার লোকজন সায়েদ আজম এর পৈত্রিক জমি নবীন ভিটায় দীর্ঘ দিন ধরে অবৈধ ও অসামজিক কার্যকলাপ আসছিল। গত ২৫ জুন মঙ্গলবার বিকেল ৫টায় সায়েদ আজম নিজে গিয়ে প্রতিবাদ করায় সালাউদ্দিন বাহিনী ও তার লোকজন সায়েদ আজম ও তার ভাই বিন আজম উপর ধারালো ছুরি ও এস এস পাইপ দিয়ে আঘাত করে ঝাঁপিয়ে পড়ে। এবং এলাকাবাসী লোক জন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় গুরুত্বর আহত অবস্থায় সায়েদ আজম সহ ও তার ছোট ভাই বিন আজম কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন সায়েদ আজসের অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সায়েদ আজমকে ভর্তি ও তার ছোট ভাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন। 
প্রাপ্ত তথ্য সূত্রে উক্ত হামলার জড়িত কয়েক জনকে সনাক্ত করা গেছে হামলাকারীরা হল: ১। ওসমান, পিত:-আনসারুল্লাহ, ২। আত্তার উল্লাহ, পিতা:-মোস্তাক মিয়া, ৩। পারভীন, প্রকাশ-(ধালানী) পিতা:- মোস্তাক মিয়া, ৪। রাজীব চৌধুরী, পিতা:-মোস্তাক মিয়া, ৫। মোস্তাক মিয়া,-পিতা:মৃত দেলোয়ার হোসাইন। 
এলাকায় অনেকের বক্তব্যে জানা যায়, সালাউদ্দিন বেম কয়েক বছর ধরে এলাকায় বিভিন্ন খারাপ কাজে লিপ্ত কেউ বাঁধা দিলে ক্ষিপ্ত হয় নানা ধরণের হুমকি দেয় এবং তার লোকজন নিয়ে হামলা চলায়। তার ভয়ে এলাকায় কিছু বলে না।এলাকাবাসীর দাবি করেন ন্যায় বিচার স্বার্থে প্রশাসন কে সালাউদ্দিনসহ হামলায় সহযোগীদের গ্রেফতার করে।দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া জোর দাবী জনান এলাকাবাসী   এ বিষয়ে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায়, সায়েদ আজমের পরিবার।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com