স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমাণা করেন। জানা যায়, রবিবার দুপুরে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের টিএন্ডসি ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিভিন্ন অভিযোগ এনে চার লাখ টাকা অর্থদণ্ড করেন এবং তা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিশাল বিশ্বাস ও বিজয়নগর থানা পুলিশ প্রসিকিউসনে সহায়তা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply