স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
প্রতিপক্ষের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সির ছোট ভাই জামাল মুন্সি (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছে।এদিকে হামলার ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১ টায় উপজেলার চরচারতলা গ্রামে প্রতিপক্ষের হামলায় এ ঘটনাটি ঘটেছে। তবে হামলার ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মুন্সি বাড়ি ও একই গ্রামের লতি বাড়ির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এসব বিরোধের জের ধরে গতকাল শুক্রবার রাতে লতি বাড়ির লোকজন দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে মুন্সি বাড়িতে হামলা চালায়। হামলায় আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হানিফ মুন্সির ছোট ভাই জামাল মুন্সি সহ ১৩ জন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় জামাল মুন্সিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্যান্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় জামাল মুন্সি নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করেছেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply