পোশাক কারখানা, শিল্পকারখানা খুলে দেয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে গত ২ দিন থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সরকারি বিধিনিষেধ অমান্য করে চলমান কঠোর লকডাউনের সময়ে গণপরিবহন বন্ধ থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেমে নেই প্রাভেটকার-মাইক্রোবাস, মোটরসাইকেল ও ট্রাকে করে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আসা যাওয়া করতে হচ্ছে।
স্থানীয় কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট প্রাইভেটকার ও মাইক্রোবাস এ করে অতিরিক্তি ভাড়া আদায় করে যাত্রীদের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। এতে দেখা যাচ্ছে সরাইল বিশ্বরোড় থেকে ঢাকা জনপ্রতি ১ হাজার থেকে ১২’শত টাকা ভাড়া আদায় করা হয়। প্রতিটি গাড়ীতে নির্ধারিত আসনের বাহিরে অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ।
এ অবস্থায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় যাত্রীদের নিজেদের ভেতেরেই করোনা সংক্রমনের আশংকা রয়েছে। মাইক্রোস্ট্যান্ডে কতিপয় চাঁদাবাজের দ্বারা রাজধানীতে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন দিয়ে বেপরোয়াভাবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে তিনগুণ বেশী ভাড়ায় যাত্রী নিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাচ্ছে। এভাবে প্রতিদিন কয়েক হাজার মানুষ ঢাকাসহ সারা দেশে যাতায়ত করছেন। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারা।
সরকারি স্বাস্থ্য বিধি সামাজিক দূরত্ব মানছেন না যাত্রীরা।
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে হাইওয়ে পুলিশ সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, লকডাউনের আওতামুক্ত ব্যতিত অন্য গাড়ী যেন চলতে না পারে সে জন্য আমরা কাজ করছি।
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে সেনা বাহিনীসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামির সারওয়ার বলেন, সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে জনগনকে মানানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। মোটরসাইকেল সিএনজি, অতিরিক্ত যাত্রী বহন না করে সেদিকে আমরা নজর রাখছি। তিনি বলেন, আমরা চেষ্টা করছি মানুষকে বুঝিয়ে শুনিয়ে ঘরে রাখার জন্য।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply