স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জানার্লিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সভাপতিসহ পরপর ৩ জন টেলিভিশন সাংবাদিকের মোটর সাইকেল চুরি হয়েছে। এখন পর্যন্ত একটি মোটর সাইকেলও উদ্ধার হয়নি। ফলে আতঙ্কে রয়েছে মোটর সাইকেল ব্যবহারকারি সাংবাদিকরা।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জানার্লিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সভাপতি আলআমিন শাহীনের মোটর সাইকেলটি জেলা শিল্পকলা একাডেমি থেকে সোমবার রাতে চুরি হয়ে যায়। এর আগে ৩ এপ্রিল সন্ধ্যায় আরটিভি জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের মোটর সাইকেলটি তার জেলা শহরের পূর্ব পাইকপাড়া বাসা সামনে চুরি হয়েছে। ডিবিসি জেলা প্রতিনিধি খন্দকার রায়হানের মোটর সাইকেলটি ৪ ডিসেম্বর রাতে তার গ্রামের বাড়ি জেলার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া থেকে চুরি করে নিয়ে যায়।
আরটিভি জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল জানান, মোটরসাইকেল ছাড়া টেলিভিশন সাংবাদিকতা করা খুবই কঠিন। আমার চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি এখনও উদ্ধার হয়নি। চ্যানেল টোয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি প্রকাশ লাল দাস, পরপর তিনজন সাংবাদিকদের মোটরসাইকেল চুরির পর আমরাও আতঙ্কে রয়েছি।
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জানার্লিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন জানান, পরপর তিনটি মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ায় বাকি মোটরসাইকেল ব্যবহারকারি সাংবাদিকদের মধ্যে এখন চুরির আতঙ্ক বিরাজ করছে। মোটরসাইকেল গুলো উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রটি সনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, মোটরসাইকেল চোর চক্রটি ধরতে আমরা অভিযান পরিচালনা করছি। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জানার্লিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সভাপতি আলআমিন শাহীনের মোটরসাইকেলটি চুরি হওয়ার ঘটনায় দ্রুত মামলা নিতে সদর মডেল থানা ওসিকে বলা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply