শাব্বির এলাহী, হবিগঞ্জ থেকে ফিরে
জেলার বিভিন্ন থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করেছেন পুলিশ সুপার, হবিগঞ্জ।সোমবার (২০ অক্টোবর) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়। জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সদের মধ্যে যারা দায়িত্ব পালনে সততা,দক্ষতা ও বীরত্বের পরিচয় দিয়েছেন, তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমান ।পুরস্কার প্রদান শেষে পুলিশ সুপার বলেন,“আমি যখন কিছু ঠিক করি,তখন সেটা করেই ছাড়ি। আমার সিদ্ধান্তে কোনো দ্বিধা নেই।”তিনি আরও বলেন, কর্মে নিষ্ঠা ও দায়িত্ববোধ থাকলেই সাফল্য আসে। প্রতিটি পুলিশ সদস্য যদি আন্তরিকভাবে দায়িত্ব পালন করে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply