কুবি প্রতিনিধি//সময়নিউজবিডি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এলাকায় বানরের কামড়ে শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে হল এবং এদিক দিয়ে যাতায়াত করা শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণ।
আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে হলের সামনে এসে বানরটি শিক্ষার্থী এবং দায়িত্বরত আনসারদের ওপর ক্ষিপ্ত হয়ে দত্ত হলের একটি কক্ষেও প্রবেশ করে। এসময় বানরটিকে তাড়াতে গেলে শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীদের কামড়াতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে হলের সামনে কয়েকজন শিক্ষার্থীর দিকে তেড়ে যাচ্ছিল বানরটি। এরপর এক শিক্ষার্থীকে দৌড়ানি দেয়। তিনি দৌড়ে হলে এসে গেট লাগিয়ে দেন এবং হাতে থাকা বাঁশ দিয়ে তাড়ানোর চেষ্টা করেন। এসময় বানরটি পাগলপ্রায় ছিল এবং যাকেই সামনে পাচ্ছিলো তাকে কামড়াতে চাচ্ছিলো। এতে হলের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মচারী এবং বেশ কয়েকজন শিক্ষার্থী অন্তত ১০/১২ জনকে কামড়িয়ে আহত করা হয়েছে।
এ বিষয়ে কুবির ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, বানরের কামড়ে আহত হয়ে ৮জন এসেছে আমাদের কাছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে টিকা নেওয়ার জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’
এ বিষয়ে ভুক্তভোগী বাবুল বলেন, ‘এটা আমাদের হলে ঢুকছে এবং বেশি মানুষ দেখে বেশি পাগলামি করতে থাকে। এক পর্যায়ে একটু কাছে গেলে আমার বৃদ্ধাঙুলে কামড় দেয় আর তাতে রক্ত বের হয়ে যায়।’
এ ব্যাপারে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সহকারী রেজিস্ট্রার কামরুল আহসান রুবেল বলেন, ‘আমি খবর পেয়ে প্রভোস্ট স্যারকে ফোন দেই। উনি নিরাপত্তা শাখায় কথা বললে আমি লোক নিয়ে এখানে আসি। এসে অনেক চেষ্টা করে সড়াই। এরপর আবার আসে। বন বিভাগে ফোন দিলে উনারা জানান আমরা যাতে এটার ক্ষতি না করে আস্তেধীরে সড়িয়ে দেই, উনাদের নাকি অভিজ্ঞ লোকবল নেই।’
এ বিষয়ে প্রভোস্ট ও সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন বলেন, ‘আমি নিরাপত্তা শাখায় কথা বলেছি। উনারা বন বিভাগের সাথে যোগাযোগ করবে বলে জানিয়েছে।’
এ বিষয়ে নিরাপত্তা শাখার প্রধান সাদেক হোসাইন মজুমদার বলেন, ‘খবর পেয়ে দুইজন আনসার ও গার্ডকে পাঠালে তাদেরকেও কামড়ায়। এখন তারা সদর হাসপাতালে টিকা নিতে গেছে।’ বন ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে জানিয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি জানাইনি তবে দত্ত হলের সহকারী রেজিস্ট্রারকে জানিয়েছে।’
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ রেঞ্জের বন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ‘আমরা রওয়ানা দিয়েছি এবং কাছাকাছি চলে আসছি। অল্প কিছুক্ষণ লাগবে আর। বানরটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করব।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply