প্রবর্তক একাডেমির মাসিক আবৃত্তি ও শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকাল চারটায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রবর্তকের উপদেষ্টা সৈয়দ তৈমুরের সভাপতিত্বে ও প্রবর্তক একাডেমির সভাপতি নির্জয় হাসান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন।
বক্তারা বলেন, সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই। সংস্কৃতিবীদরা রাজনীতিবিদ নয়, তবে সংস্কৃতিবীদরা রাজনীতিক সচেতন। সংস্কৃতি রাজনীতির একটি বড় অংশ। ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির রাজধানী হলেও গত ১৬ বছর অপসংস্কৃতি চর্চা করেছে বলেই ফ্যাসিস্ট সরকারের উৎপত্তি হয়েছে। আমরা চাই সংস্কৃতিটা পুরোদমে রাজনীতি মুক্ত থাকুক।
দর্শকে ভরপুর মিলনায়তনে বক্তারা আরো বলেন, ভাষা আমাদের মনের ভাব প্রকাশ করার প্রধান মাধ্যম। মাতৃভাষার জন্য আমরা রক্ত দিয়েছি। তারই ধারাবাহিকতায় প্রবর্তক একাডেমি শুদ্ধ বানান প্রতিযোগিতার আয়োজন করেছে। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধ বানানে শিক্ষার্থীরা আরো উৎসাহী হয়ে উঠবে। আলোচনার শুরুতে প্রবর্তক একাডেমির শিক্ষার্থীরা একক আবৃত্তি করে ফাজরিন, ইলমা, মুনতাহা, কাইফা, মিতু, আলো, আবদুল্লাহ, ফাতিহা, সোবহা ও দলীয় আবৃত্তি পরিবেশন করে। আলোচনা শেষে প্রবর্তক একাডেমি আয়োজিত শুদ্ধ বানান প্রতিযোগিতায় অংশ নেয়া সূর্যমুখী কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের সভাপতি এবিএম মমিনুল হক, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটু, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জসিম উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আফজালুর রহমান রিপন, রুমেল হাবিব, নিয়াজ রানা ও আলী আকরাম খন্দকার স্বপন। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply