স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ জুন) সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে নবীনগর থানা পুলিশের একটি টিম এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক সাত বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা দুপুরে মরদেহের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পাশাপাশি শিশুটির পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply