আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি
মাছের রাজধানী নামে খ্যাত নাসিরনগরের স্থানীয় বাজারে মাছ সংকট দেখা দিয়েছে এবং মূল্যও হাতের নাগালের বাহিরে চলে গেছে বলে অভিযোগ ক্রেতাদের। অপরদিকে মাছের দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মৎস্যজীবি সমীর দাস, মন্টু দাস ও ব্যবসায়ী বিনোদ দাস, জহরলাল দাস সহ অনেকেই। হাওড় বেষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের প্রধান দুইটি বড় বিল শাপলা ও মেহেদীর হাওড়।
এ সমস্ত হাওড়ে এখন মাছ ধরার পুরো মৌসুম। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে দেশীয় বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু মাছ। প্রতিদিন শত শত জেলে নৌকা মাছ ধরার কাজে ব্যস্ত রয়েছে। জেলেরা সারারাত মাছ ধরে ভোরে নৌকা নিয়ে ভীড় করছে আড়তে। ব্যবসায়ীরা জানান পার্শ্ববর্তী অষ্ট্রগ্রাম উপজেলার মিঠামইন, আলালপুর, রামপুর, নোয়াগাঁও সহ দুর দুরান্ত থেকে এখানে মাছ বিক্রি করতে আসছে মৎস্যজীবিরা।
ভোরে মাছ কিনতে জেলা সদর সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসছে পাইকাররা। সকাল ৮ টার আগেই শেষ হয়ে যাচ্ছে সমস্ত মাছ। নাসিরনগরের মাছগুলো দেশের বিভিন্ন বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় বাজারে রয়েছে মাছের সংকট। দামও হাতের লাগালের বাহিরে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
নাসিরনগরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেওয়ান মোঃ নজরুল ইসলাম জানান, উপজেলায় ৪ হাজার ৬শত ৩৮ জন নিবন্ধিত মৎস্যজীবি রয়েছে। সরকার ইতিমধ্যে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে একটি মৎস্য অবতরণ কেন্দ্রের কাজ শুরু করেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply