সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবস পালন বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক সাহিত্য একাডেমি আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ উদযাপন সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ও আহত-২২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে জেলা পুলিশের ঈদ শুভেচ্ছা বিনিময় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদ উল ফিতর পালিত সরাইল উপজেলা প্রেসক্লাবের ঈদ সামগ্রী বিতরণ ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

র‍্যাবের অভিযানে জোড়া খুন মামলার প্রধান আসামীসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

র‍্যাবের অভিযানে জোড়া খুন মামলার প্রধান আসামীসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
কিশোরগঞ্জের  বাজিতপুর উপজেলার গড়নগর এলাকা থেকে জোড়া খুন মামলার আসামী বাবুল মিয়া (৩২) সহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে ৪৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯৫০/- টাকা‘সহ আটক  করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গতকাল রবিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ৪ টায় জেলার বাজিতপুর উপজেলার গড়নগর এলাকার মোঃ গিয়াস উদ্দিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের গোয়েন্দা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চুন্নু হত্যা মামলার এজাহার নামীয় আসামী বাবুল মিয়া (৩২) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার গড়নগর এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল বাজিতপুরের গড়নগর গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের বাড়ির ধৃত আসামী বাবুল মিয়ার বসত ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে ১। বাবুল মিয়া (৩০), পিতা-গিয়াস উদ্দিন, সাং- নগর (গড়), থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, ২। আলী আহম্মদ (৩৫), পিতা- মোঃ শুক্কুর মিয়া, সাং-তাতালচর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ,  ৩। মোঃ আপন মিয়া (৩৫), পিতা-মোঃ বাক্কার মিয়া, সাং-শাহানগর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, ৪। আলিম মিয়া (২১), পিতা- আমজাদ মিয়া, সাং-সাহানগর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, ৫।  আলিরাজ (৩৫), পিতা-মোঃ আবু সাইদ, সাং-সাহানগর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, ৬। ফয়সাল মিয়া (২০), পিতা-বকুল মিয়া, সাং-তাতালচর, সাং-সাহানগর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের তল্লাশি করে (ক) ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, (খ) মাদক বিক্রির নগদ-৯৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ২২,০০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আসামী বাবুল মিয়া (৩২), এর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় একটি হত্যা মামলা রুজু আছে। যাহার মামলা নং-০৬, তারিখ-১২/০১/২০১২ ইং, ধারা-১৪৩/৩২৩/ ৩২৫/৩২৬/৩০২/৩০৭/৩৪ পেনাল কোড, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মামলা নং- ১৮, তারিখ- ১১/০২/২০১৯ ইং, ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইন এর ১৯-এ। 
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মামলা নং- ৩৬, তারিখ- ৩০/০৪/২০১৮ ইং, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর ১৯(১) এর ৯ (খ)। 
এ ব্যাপারে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com