স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নাগরিক সেবা সচল করার লক্ষ্যে গতকাল রোববার সকাল ১১টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌরসভার সকল কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পৌর মেয়র মিসেস নায়ার কবির।
পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে এবং পৌর সচিব মোঃ সামছুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, সহকারী প্রকৌশলী (পানি) আতাউর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পবিত্রভূষণ পাল, উপসহকারী প্রকৌশলী (সিভিল) সুমন দত্ত, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ ইদ্রিস মিয়া অপু, কর আদায়কারী ইলিয়াছ মিয়া, কর নির্ধারক এস এম আলম, স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম, সংরক্ষণ পরিদর্শক মীর মোস্তাফিজুর রহমান, সংরক্ষণ সুপারভাইজার গোলাম মোস্তফা, সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র মিসেস নায়ার কবির পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, গত ২৮ মার্চ হেফাজতের তান্ডবে ভস্মিভূত পৌরসভার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময়ের প্রয়োজন। তারপরেও আমাদের যতটুকু সামর্থ আছে সে অনুযায়ী নাগরিকদের সেবা প্রদান করতে হবে। পৌর নাগরিকরা যেন ভোগান্তির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদেরকেও মনে রাখতে আমরা সেবা দিতে এসেছি, নিতে নয়। তাই যে যে জায়গায় আছেন সেখান থেকেই আমাদের সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করবেন। সকলের সহযোগিতা নিয়ে আবার আমরা নব-উদ্যমে কাজ শুরু করতে হবে। এতে কিছুটা কষ্ট হলেও চেষ্টা করতে হবে নাগরিকদের সর্বোচ্চ সেবা দেয়ার।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply