স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনার পর থেকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে উপপরিদর্শক পদে একের পর এক বদলি হচ্ছে। এবার বদলি হলো জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রইছ উদ্দিন।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে বদলির বিষয়ে একটি স্ট্যাটাস দেন পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
ফেসবুক স্ট্যাটাসে রইছ উদ্দিন লিখেল, পরবর্তী গন্তব্য সিএমপি (চট্রগ্রাম) মেট্রোপলিটন পুলিশে। সবার দোয়া কামনা করছি।
বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। যেখানে রইছ উদ্দিন ছাড়া আরো কিছু কর্মকর্তা রয়েছেন। রইছ উদ্দিনকে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশে পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তবে তার বদলিটি জনস্বার্থে করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply