স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সমবায় সমিতির সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রবিবার (০৬ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের সহযোগিতায় ও সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে খাঁচায় মাছ চাষ, খোলা জলাশয়ে মাছ চাষসহ মাছ চাষের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সামসুদ্দিন ও হাঁস মুরগী ও গরু ছাগল পালন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ। এসময় তারা কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে স্বাবলম্বী হওয়া যায় ও হাঁস-মুরগী, গরু-ছাগল পালন করতে হয় সে বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান এনামুল হক, পরিচালক সাইফুল ইসলাম, খন্দকার মোঃ আরিফসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply