মতিউর মুন্না,স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রাণ কেন্দ্র কোর্ট রোডে আধুনিক সকল সুযোগ সুবিধা সংবলিত ৬তলা বিশিষ্ট “হুমায়ুন কবির পৌর সুপার মার্কেট” এর ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অর্থায়নে ৮৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে প্রধান অতিথি হিসেবে এ মার্কেটটির ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন মোকতাদির চৌধুরী এমপি।
নির্মাণাধীন হুমায়ুন কবির পৌর সুপার মার্কেটের নকশা।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, পৌর সচিব মোঃ সামসুদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র হোসনে আরা বাবুল, মিজান আনছারী ও মীর মোঃ শাহীন সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ।
হুমায়ুন কবির পৌর সুপার মার্কেট এর ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ।
পৌরসভা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সর্ববৃহৎ “হুমায়ুন কবির পৌর সুপার মার্কেট” জুড়ে থাকবে সেন্ট্রাল এসি, ১ টি চলন্ত সিঁড়ি, ৪ টি লিফট, নিরাপত্তার জন্য থাকবে ২ টি ফায়ার এক্সিট, ৪ টি সাধারণ সিঁড়ি। এর জন্য ব্যয় হবে ৮৮ কোটি ৬০ লাখ টাকা।
উল্লেখ্য একতলা বিশিষ্ট শহরের পুরাতন সুপার মার্কেটটি ভেঙ্গে ৭৩ শতক জায়গার উপর নির্মিত হচ্ছে ছয়তলা বিশিষ্ট হুমায়ূন কবীর পৌর সুপার মার্কেটটি। এই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে থাকবে গাড়ি পার্কিংয়ে ব্যবস্থা। ছয়তলা বিশিষ্ট এই মার্কেটে থাকবে ৫৮৪টি দোকান। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মজিদ এন্ড সন্স ও মোস্তফা কামাল জেভি এর কার্যাদেশ পায়। আগামী ৩৬ মাসের মধ্যে মার্কেটের নির্মান কাজ শেষ করার কথা বলা হয়েছে। পৌরসভার নিজস্ব তহবিল থেকে মার্কেটটির নির্মাণ কাজ করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply