সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা পশ্চিমপাড়া এলাকায় সোমবার বিকাল সাড়ে ৪টায় মনির হোসেন (৩০) নামে এক ছেলের হাতে বাবা ছোট্ট মিয়া(৬৫) খুন হয়েছে। পুলিশ ছেলে মনির হুসেন কে আটক করেছে। পুলিশ ও এলাবাসীর সূত্রে জানা গেছে, মনির হোসেন বেড়তলায় একটি ধানের মিলে প্রতিদিন কাজ করতেন। সে মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে আসে আজ সে কাজে যাচ্ছিলো না। তার স্ত্রী পারিবারিক কলহের জের ধরে বাবার বাড়ি চলে যায় এনিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে ছিলেন। তার বাবা ছোট্ট মিয়া ছেলেকে যখন কাজে যাওয়ার জন্য বলে তখন সে তার বাবার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে মনির মিয়া হাতুলি দিয়ে তার বাবাকে আঘাত করে। এসময় মনিরের মা তার স্বামীকে বাচাঁতে এগিয়ে আসলে তাকেও আঘাত করে। তার মাও এখন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ছোট্ট মিয়াকে জেলাসদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে এবং মনিরকে আটক করে। নিহতের ভাই ছোট ভাই মজিবুর রহমান বাদিী হয়ে সরাইল থানা মামলা দায়ের করেছে। এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনির হোসেন কে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলাসদর হাসপাতালের মর্গে রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply