স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৃষ্টি ও অতিবৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার কয়েকটি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এই জলাবদ্ধতা নিরসনের জন্য স্বশরীরে উপস্থিত থেকে কাজ করাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস।
গত কয়েকদিনের বৃষ্টি ভারী বর্ষণে রূপ নেয়। এই অতিবৃষ্টির কারণে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কয়েকটি এলাকার ড্রেনের মুখ বন্ধ হয়ে পানি নিষ্কাসনের সমস্যা হচ্ছে। এদিকে জলাবদ্ধতা নিরসনের জন্য এই বর্ষার আগে থেকেই দিনরাত কাজ করেছিলো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মচারীরা।
এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস বলেন, পৌর এলাকার কিছু অংশ বৃষ্টির পানির জন্য বেশ খারাপ অবস্থা হয়েছে। সকাল থেকেই আমি বিভিন্ন এলাকা গিয়ে পরিদর্শন করছি। ইতোমধ্যে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কর্মচারীদের দিয়ে ড্রেনগুলোর মুখে থাকা ময়লা আর্বজনা সরিয়ে নেওয়া হচ্ছে। যেসব স্থানে পানি আটকে আছে সেগুলোর মুখ কেটে দেওয়া হচ্ছে। দ্রুত মানুষের দুর্ভোগ লাঘবে পৌরসভা কাজ করে যাচ্ছে। তবে জলাবদ্ধতা নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি বাসা-বাড়ি, দোকান-পাটের ময়লা আবর্জনা, পলিথিন ড্রেণে ফেলা থেকে বিরত থাকার জন্য পৌর নাগরিকদের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আক্তার হোসেন, নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, সংরক্ষণ সুপারভাইজার গোলাম মোস্তফা প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply