স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে বিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ শুর“ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার পাইকপাড়ায় পৌর পানি সরবরাহ শাখায় এর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র মিসেস নায়ার কবির। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কোষাধক্ষ্য নজরুল ইসলাম শাহজাদা, পৌরসভার পৌর নির্বাহী অফিসার মোঃ সামছুউদ্দিন, সহকারি প্রকৌশলী (পানি) আতাউর রহমান প্রমুখ। এ সময় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পৌর মেয়র নায়ার কবির বলেন, করোনা কাল থেকে শুর“ করে যেকোনো উৎসবসহ সবসময়ই আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে সবসময় থেকেছেন। আমাদের এই ধারাবাহিকতা সবসময় অব্যহত থাকবে। অসহায় মানুষের থাকার প্রেরনা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছি। ঈদ যাতে ধনী-গরিব সবাই মিলে আমরা উপভোগ করতে পারি সেজন্য সারা দেশেই বিনামূল্যে বিজিএফ খাদ্য শস্য বিতরণ করা হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply