স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কোরবানির মহিষের আঘাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাজী আবুল কালাম (৭৮) ও হাজী হাবির ইসলাম (৭৫) নামে দুই ভাই আহত হয়েছেন।
রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা একই গ্রামের মৃত হাজী উসন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার সকালে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর দক্ষিণ পাড়ার হাজী আবুল কালাম ও হাজী হাবির ইসলাম নামে দুই ভাই ঈদ উল আযহা এর ঈদের নামাজ আদায় করে কোরবানির জন্য কেনা মহিষ জবাই করতে গেলে মহিষটি পাগল হয়ে বাড়ির লোকজনকে আঘাত করতে থাকে। এসময় হাজী আবুল কালাম ও হাজী হাবির ইসলাম গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়টুয়েন্টিফোর।
Leave a Reply