সরাইল উপজেলা প্রতিনিধি
“মাদক ছেড়ে, খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা চুন্টা ইউনিয়নে চাইনিজবার প্রীতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকালে চুন্টার করাতকান্দি বাগান বাড়ি সংলগ্ন মাঠে ইয়ং জেনারেশন এর উদ্যোগে চাইনিজবার প্রীতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল টুর্নামেন্টে সাংবাদিক সামছুল হকের সঞ্চালনায় চুন্টা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক হাজী ইকরাম আলীর সভাপতিত্বে ফাইনাল এ টুর্নামেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি প্রধান যুগ্ম মহাসচিব এড. আব্দুল হামিদ (ভাসানী)। এতে বিশেষ অতিথি ছিলেন সরাইল টেলিভিশন জানার্লিস্ট এসোশিয়েশনের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুল আহাদ, হাজী মনসুর আলী মাষ্টার, মোঃ মকসুদ আলী, মাওলানা আছাদ উল্লাহ্, মোঃ রসুন আলী, মোঃ রহমত আলী প্রমূখ। পরে ট্রাইবেকারে করাতকান্দি উত্তর পাড়ার দলকে হারিয়ে করাতকান্দি দক্ষিণ পাড়া দল বিজয় হয়েছে। বিজয়ী দল নেতার নিকট প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply