সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ারসরাইল উপজেলার ধরন্তি হাওরে ও সরাইল থানা পুকুরের উন্মুক্ত জলমহালে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলা মৎস্য অফিসের রাজস্ব বাজেটের আওতায় ৩শত কেজি কাপ জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি, সরাইল পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন, উপজেলা মৎস্য অফিসার মায়মুনা জাহান, সরাইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা মৎস্যবাদী ক্ষেত্র সহকারী মনিরুল ইসলাম, অফিস সহকারী জসিম উদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিবছরই নিয়মমাফিক মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। ভাল মানের পোনা সংগ্রহ করে সুবিধাজনক সময়ে অবমুক্ত করা হয়। তিনি বলেন, পোনামাছ গুলো বড় হলে আশেপাশের উন্মুক্ত জলাশয়সহ অন্যান্য জলমহালে এ মাছের ছড়িয়ে পড়বে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply