সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগ নেতা কাজী শফিকুল ইসলামকে বিমানবন্দর থেকে গ্রেফতার ছেলের মৃত্যুর ৬ ঘন্টা পর মায়ের মৃত্যু বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক।। ঘাতকসহ আটক-২ কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন।। নিয়াজ মোঃ খান বিটু সভাপতি ও শিহাব উদ্দিন বিপু সাধারণ সম্পাদক কমলগঞ্জে সাংবাদিক সমিতির উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কমলগঞ্জে প্রবাসীর উদ্যোগে একশো পরিবারকে ঈদ উপহার। কমলগঞ্জে অনিয়ম আর অব্যবস্থাপনায় টিসিবি’র পণ্য বিক্রি; দেখার কেউ নেই। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে একে বাংলা স্কুল’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কমলগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি কাটার দায়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
নারী জীবনের গতি বাড়াতে বাজারে এসেছে ‘পথের সাথী’

নারী জীবনের গতি বাড়াতে বাজারে এসেছে ‘পথের সাথী’

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট    

নারী জাগরণ ও নারী জীবনের গতি বাড়াতে বাজারে এসেছে ‘পথের সাথী’ নামের একটি স্কুটি সেবা কার্যক্রম। শুধু নারীরাই সহজ কিস্তিতে জামানত ছাড়াই ভেসপার স্কুটি নিতে পারবেন ‘পথের সাথী’ প্রকল্পের মাধ্যমে।

আজ সকালে এই কার্যক্রেমর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় বাংলা লোকগানের সংগীতশিল্পী এবং জাতীয় সংসদের সদস্য বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ বেগম।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘যে নারীদের স্কুটি দেওয়া হচ্ছে, তাদের নিজেদের প্রতি আস্থা-মনোবল-শক্তি বাড়ানোর জন্য আজ আমি এখানে এসেছি। আমরা মেয়েরা আর পিছিয়ে থাকব না। সামনের দিকে এগিয়ে যাব, দেশটাকে এগিয়ে নিয়ে যাব। দেশটা কিন্তু আমাদের সকলের। যারা এই কাজের উদ্যোগ নিয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ।’

‘নারী-পুরুষ কেউ কারো প্রতিযোগী নয়। একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব বজায় রাখলে কিংবা একে অপরের পরিপূরক ভাবলে, তাহলে সমাজের নানান সংকট দূর করে দেশটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।’

ঢাকার লেডিস ক্লাবে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে মিহা.কম.বিডি। এতে প্রফেসর সাহিদা নাজরিনের সভাপতিত্বে নারী জাগরণ, নারী উন্নয়ন ও গণপরিবহনে নারীর ভোগান্তির বিষয়ে আলোচনা করেন আলোচকরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

তিনি বলেন, ‘নারী-পুরষ তো একে অপরের পরিপূরক। এখন কেউ যদি সেই পুরনো দিনে পড়ে থাকে তাহলে তো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেখান থেকে বের হয়ে আসতে হবে। দিনশেষে নারীও তো মানুষ, যদিও এ কথাটা অনেকেই মানতে চায় না।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেসপা বাংলাদেশের সিইও রানধীর সিং, প্রবাসী পল্লী গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনোয়ারা বেগম, বিশ্ব পর্যটক নাজমুন নাহারসহ আরও অনেকেই।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com