সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট
নারী জাগরণ ও নারী জীবনের গতি বাড়াতে বাজারে এসেছে ‘পথের সাথী’ নামের একটি স্কুটি সেবা কার্যক্রম। শুধু নারীরাই সহজ কিস্তিতে জামানত ছাড়াই ভেসপার স্কুটি নিতে পারবেন ‘পথের সাথী’ প্রকল্পের মাধ্যমে।
আজ সকালে এই কার্যক্রেমর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় বাংলা লোকগানের সংগীতশিল্পী এবং জাতীয় সংসদের সদস্য বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ বেগম।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘যে নারীদের স্কুটি দেওয়া হচ্ছে, তাদের নিজেদের প্রতি আস্থা-মনোবল-শক্তি বাড়ানোর জন্য আজ আমি এখানে এসেছি। আমরা মেয়েরা আর পিছিয়ে থাকব না। সামনের দিকে এগিয়ে যাব, দেশটাকে এগিয়ে নিয়ে যাব। দেশটা কিন্তু আমাদের সকলের। যারা এই কাজের উদ্যোগ নিয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ।’
‘নারী-পুরুষ কেউ কারো প্রতিযোগী নয়। একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব বজায় রাখলে কিংবা একে অপরের পরিপূরক ভাবলে, তাহলে সমাজের নানান সংকট দূর করে দেশটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।’
ঢাকার লেডিস ক্লাবে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে মিহা.কম.বিডি। এতে প্রফেসর সাহিদা নাজরিনের সভাপতিত্বে নারী জাগরণ, নারী উন্নয়ন ও গণপরিবহনে নারীর ভোগান্তির বিষয়ে আলোচনা করেন আলোচকরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।
তিনি বলেন, ‘নারী-পুরষ তো একে অপরের পরিপূরক। এখন কেউ যদি সেই পুরনো দিনে পড়ে থাকে তাহলে তো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেখান থেকে বের হয়ে আসতে হবে। দিনশেষে নারীও তো মানুষ, যদিও এ কথাটা অনেকেই মানতে চায় না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেসপা বাংলাদেশের সিইও রানধীর সিং, প্রবাসী পল্লী গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনোয়ারা বেগম, বিশ্ব পর্যটক নাজমুন নাহারসহ আরও অনেকেই।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply