সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত মাদক ও ইলেকট্রনিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ছেলে মেয়েরা মেধা কার্যক্রম থেকে সরে গিয়েছে: খালেদ হোসেন মাহবুব শ্যামল ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন আবারও কমলো স্বর্ণের দাম আসছে তীব্র শীত, কমছে তাপমাত্রা সরাইলে বিএনপির অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার রেল যাতায়াত, যানজট ও লোডশেডিং সমস্যা সমাধানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে ৬ জন আটক
মানুষের কল্যাণে নিয়োজিত রাখতে পারলেই সংগঠনের স্বার্থকতা আসবে; নাছিমা মুকাই আলী

মানুষের কল্যাণে নিয়োজিত রাখতে পারলেই সংগঠনের স্বার্থকতা আসবে; নাছিমা মুকাই আলী

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট নারী নেত্রী ও শিক্ষানুরাগী নাছিমা মুকাই আলী বলেছেন, মানুষের কল্যাণে নিয়োজিত রাখতে পারলেই সংগঠনের স্বার্থকতা আসবে। সে জন্য সংগঠনকে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা করতে হবে। আমি ও আমার পরিবার সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করতে। সামাজিক অবক্ষয় ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবসময় আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১ টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর মানব কল্যাণ যুব সংগঠন এর ৫ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পত্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ আক্রাম এর সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ দুধ মিয়া, আওয়ামী লীগ নেতা হৃদয় আহমেদ জালাল, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন এনামুল হক খোকন, বিশিষ্ট মুরুব্বি বজলু মিয়।
আলোচনা সভায় মনিপুর মানব কল্যাণ যুব সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়। ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com