সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভারতীয় শাড়ি ও কসমেটিকসহ ইব্রাহিম মিয়া (২৩) নামে ১ চোরাকারবারিকে আটক করেছেন পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) বিকেল পাঁচটায় ঢাকা সিলেট মহাসড়কের সরাইল কোট্টাপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। আটকৃত চোরাকারবারি ইব্রাহিম ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ৮৬ পিস শাড়ি ভারতীয় কসমেটিকস ও ক্রিম ৩১৮০ পিস। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রকার পণ্য নিয়ে চোরাকারীরা সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী লাকি পরিবহন গাড়ি করে যার নম্বর ঢাকা মেট্রো ব ১২-০৬৩৩ তে ভারতীয় শাড়ি এবং কসমেটিক আসছে। খবর পেয়ে কুট্টাপাড়া হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে পরিবহনটি তল্লাশি করি । এসময় ভারতীয় অবৈধ পণ্য শাড়ি ৮৬ পিস ও ৩১৮০ পিস ক্রিম জব্দ করা হয়। ওসি আরো জানান এ ঘটনায় উদ্ধারকৃত অবৈধ ভারতীয় শাড়ি ও ক্রিমের উদ্ধার বিষয়ে আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply