স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় বিএনপি গণসমাবেশকে সফল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে নয়ন মিয়া (২১) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। এ ঘটনায় এক যুবদল নেতা সহ আরো ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর থানা এলাকায় লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা নয়ন মারা যান। নিহত নয়ন মিয়া উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। হে ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক ইমান আলীসহ ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক ফুজাইল চৌধুরী নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ,আগামী ২৬ শে নভেম্বর কুমিল্লার বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার বিকেলে লিফলেট বিতরণকালে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহত হন।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, শনিবার বিকেলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা থানায় হামলা করে তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় তাদের ছোঁয়া ইটপাটকেলের আঘাতে আমিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছি।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থেকে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply