মহান পেশা সাংবাদিকতা নিয়ে আমাদের সমাজে অনেকেই অনেক কথা বলে থাকেন। সমাজের জ্ঞানী-গুনি, পন্ডিত ব্যক্তিরা যেমন সাংবাদিকতা নিয়ে ইতিবাচক কথা বলেন, তেমনি সাংবাদিকতা নিয়ে নেতিবাচক কথা বলার লোকও কিন্তু কম নেই আমাদের সমাজে। সাংবাদিকতা নিয়ে যারা ইনিয়ে-বিনিয়ে নেতিবাচক কথা বলেন, আমি কিন্তু তাদের কথায় কখনো বিচলিত হইনা, হতাশ হইনা। আমি জানি সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের দর্পন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা না থাকলে একটি রাষ্ট্র বা সমাজ কখনো এগিয়ে যেতে পারবেনা।সমাজের জ্ঞানী-গুনি ব্যক্তিরা বলেন, সাংবাদিকরা হলেন সমাজ বির্নিমানের কারিগর। সমাজ পরিবর্তনের হাতিয়ার হচ্ছে মিডিয়া। সাংবাদিকরা সমাজের অসঙ্গতিগুলো তুলে না ধরলে একটি রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারবেনা।যারা হলুদ সাংবাদিকতার কথা বলে ঢালাওভাবে সাংবাদিকদের নিয়ে নেতিবাচক কথা বলেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে ধানে যেমন চিটা থাকে, চালে যেমন খুদ থাকে, নদীতে যেমন কচুরিপানা থাকে, বাজারে বিভিন্ন নামীদামি কোম্পানীর পন্য সামগ্রীর নামে যেমন হুবুহু একই ধরনের ভেজাল পন্য সামগ্রী থাকে, তেমনি পেশাদার সাংবাদিকের পাশাপাশি সমাজে কিছু নামধারী সাংবাদিক থাকতে পারে। আমি জোর গলায় বলতে পারি পেশাদার সাংবাদিকরা কখনো হলুদ সাংবাদিকতা করেন না। যারা পেশাদার সাংবাদিক, যারা যোগ্য, তারাই এই পেশায় টিকে থাকবে। নামধারীরা এক সময় ঝরে যাবে, বিলীন হয়ে যাবে। তবে আমি মনে করি সাংবাদিকতার ব্যাপারে একটি নীতিমালা থাকা দরকার।
লেখক–মোঃ বাহারুল ইসলাম মোল্লা
স্টাফ রিপোর্টার – দৈনিক যায়যায়দিন।
যুগ্ম সাধারন সম্পাদক – ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।
Leave a Reply