সাকিব, সদর উপজেলা (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে পিতাপুত্র ও রোহিঙ্গাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ শনিবার ( ৪ মে) সন্ধ্যায় রামু রাজারকুল ইউনিয়নের শেখ হাসিনা নগর কাইম্যার ঘোনা এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মো: মাহমুদুল হাসান মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করছেন।
আটককৃতরা হলেন, রামু উপজেলার রাজারকুল নতুন পাড়া এলাকার মৃত উজির আহম্মদদের পুত্র মো: মোঃ জালাল আহম্মদ (৫০) এবং তার পুত্র মোঃ নোমান (২৪)। তাদের কাছ থেকে ৯,৮৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপর অভিযানে ৯নং ওয়ার্ডের কাইম্যার ঘোনা এলাকার কক্সবাজার-টেকনাফ রোডস্থ হাজি ষ্টোরের সামনে হতে মৃত আব্দুল শুক্কুরের ছেলে মো: ছব্বির আহম্মদকে ১,০২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
র্যাব-১৫ এর দেয়া এক বিজ্ঞপ্তি সূত্র জানানো হয়, রামু উপজেলার ৭নং রাজারকুল ইউনিয়নের নতুন পাড়া এলাকার হতে মোঃ জালাল আহম্মদ এর বাড়ীতে এবং ৯নং ওয়ার্ডের কাইম্যার ঘোনা এলাকার হাজি ষ্টোরের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অদ্য ৪ মে সন্ধ্যায় র্যাব-১৫ একটি দল অভিযান পরিচালনা করে।এ সময় আটক ৩ জন আসামীদের কাছ থেকে ১০ হাজার ৮৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply