স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আশুগঞ্জ-আখাউড়া চারলেন সড়কের নির্মাণ কাজের কারণে বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ছোট ছোট বাঁধ নির্মাণের ফলে বৃষ্টি-অতিবৃষ্টির পানিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৩নং ওয়ার্ডের ফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতা ও জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। আর এই জলাবদ্ধতা নিরসনে পৌর মেয়র মিসেস নায়ার কবিরের নির্দেশনায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস এর নেতৃত্বে অপসারণ ও অবৈধ উচ্ছেদ অভিযান চালায় কর্তৃপক্ষ।
বুধবার (০৫ জুলাই) সকাল থেকে দিনব্যাপী ওই এলাকার বিভিন্ন পয়েন্টে বাঁধ কাটা, ময়লা অপসারণ ও পানি নিস্কাশনের কাজ করা হয়। এছাড়াও প্রধান সড়কের পাশে ড্রেনের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মেইন ড্রেনটি পরিস্কারের কাজ চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, শহর পরিকল্পনবিদ জান্নাতুল ফেরদৌস আরা, উপ-সহকারী প্রকৌশলী সুমন দত্ত ও উপ-সহকারী প্রকৌশলী সোহেল ভূইয়াসহ কঞ্জারভেন্সী শাখার কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস বলেন, আশুগঞ্জ-আখাউড়া চারলেন প্রকল্পের কারণে বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনের মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাসনে সমস্যা হয়। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে দিনরাত কাজ করছে পৌরসভার কর্মচারীরা। ইতোমধ্যে বাঁধগুলো ভেঙ্গে ও ড্রেনগুলোর মুখে থাকা ময়লা আর্বজনা সরিয়ে নেওয়া হয়েছে। সকলের সহযোগিতায় দ্র“তই সমস্যার সমাধান করা হবে। এ সময় তিনি ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহবান জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply