স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে খাস খতিয়ান এবং ফসলি জমির টপ ছয়েল কাটার দায়ে পৃথক স্থান থেকে ৩ টি এক্সাভেটর মেশিনের মোট ৬ টি ব্যাটারি ও ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর ও ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ব্যাটারি ও মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply