স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে মুসলিম উম্মাহর সর্ববৃহত্ত ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করেছেন সর্বস্তরের মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
সকাল ৮ টায় জেলা শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও খুৎবা পাঠ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মুফতি মাওলানা সিগমাতুল্লাহ।
এদিকে, ঈদ জামাতের আগে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কুলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply