সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা প্রেসক্লাবে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সরাইল উপজেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সরাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মাস্টারের
সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থাপন করবেনঃ মোঃ মশিউর রহমান। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সরাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশন সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শরিফ উদ্দিন, সরাইল প্রসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, উপজেলা প্রেক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান ও কিন্ডারগার্টেনের শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply