স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
“ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ন্যাশনাল প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন এর পার্টনারশীপের হিসাব চাওয়া কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষের দোকানপাট ও ব্যাংকে হামলা ভাংচুর ও লুটতরাজ করা হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
গতকাল (৬ ডিসেম্বর) শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর বন্দর বাজারে এই ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ৬ ডিসেম্বর ন্যাশনাল প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৪ জন শেয়ারহোল্ডারের মধ্যে ২ জন শেয়ার হোল্ডারকে অবগত না করে অন্য ২ জন শেয়ারহোল্ডার অনুষ্ঠান করার জেরে মনিপুর বন্দর বাজারে অনুষ্ঠানের বিষয়ে কেন ২ জন শেয়ার হোল্ডারকে অবগত করা হলো না জানতে চাইলে শেয়ার হোল্ডার সাইফুল এর সাথে অপর শেয়ার হোল্ডার শফিকুল ইসলাম ও তার ভাই সিরাজুল ইসলাম অশোভন আচরণ করেন। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আশপাশের ব্যবসায়ীরা তাদেরকে মিমাংসা করে দেয়। এর ১০ মিনিট পরই শফিকের চাচা আব্দুল হাসিম তার ছেলে কুদ্দুস, জাহের মিয়ার ছেলে দানু মিয়া, তারা মিয়া ও আঃ মতিন এর ছেলে হোসেনের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মনিপুর বন্দর বাজারে সাইফুল এর দোকান, মাহফুজ মিয়ার দোকান ব্যবসায়ী নেতা শাহাবুদ্দিন এর মুদি দোকান ও ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেট এর অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও লুটতরাজ চালায়।

এতে লক্ষ লক্ষ টাকার মালামাল লুট করে ও দোকান ও ব্যাংকের আসবাবপত্র ভাংচুর লুটতরাজ করে নিয়ে যায় হামলাকারীরা। এসময় স্থানীয় ব্যবসায়ীরা প্রতিরোধ করলে হামলাকারিরা পিছু হটে। এ ঘটনায় উভয় পক্ষের নারী পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন সুমন মিয়া-(৩৫), সাইফুল ইসলাম-(২৮), বাদল মিয়া-(৩৫), খুরিশ মিয়া-(৪০), সবজান -(২৫), আব্দুল আওয়াল (৫৫), সাচ্চু মিয়া (৫০), রিয়াদ (২০), সাদির (৩২), মোকতার হোসেন-(৩০), নিরব-(১৩), দানু মিয়া (৪৫), তারা মিয়া-(৪৬), সিরাজ (৩৭)। আহতদের প্রথমে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে বাদল ও খুরশিদ, দানু মিয়া ও তারা মিয়াকে জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায় বিগত ২০১৭ সালে সীমনা সড়কের পাশে লক্ষীমুড়া এলাকায় ৪ জন শেয়ার এর যৌথ মালিকানায় ন্যাশনাল প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন নামে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়। শেয়ার হোল্ডাররা হলেন এনামুল হক, সাইফুল ইসলাম, আশিকুল ইসলাম, শফিকুল ইসলাম। প্রতিষ্টার ২ বছর হিসাব নিকাশ ঠিক থাকলেও বিগত ৫ বছর ধরে কোন হিসাব নিকাশ না দিয়ে স্কুলের আয়ের সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে শফিক ও আশিকুল গংরা। এ বিষয়ে বার বার তাদের হিসাব নিষ্পত্তি করার তাগাদা দিলেও তারা তালবাহানা শুরু করে সময় ক্ষেপন করছে।

উল্লেখ্য, শফিকুল ইসলাম শফিক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপির একমাত্র মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর ২০১৮ সালের বিজয়নগরে গাড়ী ভাংচুর মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি কারাভোগ করে জামিনে এসে এলাকায় ফের আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সে একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাবাস করেছেন।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের উপপরিদর্শক এসআই মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি অভিযোগ জমা হয়েছে। আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।
ইনা/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply