আল কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, অবশ্যই সফলকাম হয়েছে সেই মুমিনগণ, যারা তাদের নামাজে বিনয়ী এবং যারা পাপাচার থেকে বিরত থাকে।
মানুষকে সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখে নামাজ।
নামাজ কায়েম কর নিশ্চয় নামাজ সকল অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।নামাজ মানুষ কে পূত পবিত্র করে। নামাজের মাধ্যমে বান্দাহ আল্লাহর নৈকট্য লাভ করে।আল্লাহর সাথে বান্দাহর সম্পর্ক গভীর করে নামাজ।
আজ আমাদের সমাজে অশান্তির মূল ই হলো অশ্লীল ও মন্দ কাজ। নামাজের মাধ্যমে যখন সেই অশ্লীল ও মন্দ কাজ দূরীভূত হবে তখন সমাজে আর অশান্তি থাকবে না।
সুন্দর ও সুষ্ঠ সমাজ ও রাষ্ট্র বিনির্মানে নামাজের ভূমিকা অতুলনীয়।
নামাজ মানুষ কে সৎ কর্মের প্রতি উৎসাহিত করে থাকে এবং অসৎ কর্ম থেকে বিরত রাখে।
নামাজ আদায়ের মাধ্যমে বান্দাহ আল্লাহর এমন নৈকট্য লাভ করে যে আল্লাহ তায়ালা বলেন আমি বান্দাহর কান হয়ে যায়।আমি বান্দাহর চোখ হয়ে যায়।
বান্দাহ যখন নামাজের মাধ্যমে নিজেকে আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায় বান্দাহ তখন বলতে থাকে নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর ই জন্য।যে সমাজের প্রতিটি মানুষ নামাজী হয়ে যাবে ঐ সমাজের চেয়ে শান্তির সমাজ আর কি হতে পারে? নামাজের কারনে যে সমাজ থেকে পাপাচার, অন্যায় চিরতরে নির্মুল হয়ে যাবে সে সমাজ হয়ে যাবে বেহেশতী সমাজ। তাই আসুন আমরা নামাজের প্রতি গুরুত্ব দেই।
লেখকঃ
মুফতী মোহাম্মদ এনামুল হাসান
যুগ্ম সম্পাদক, ইসলামী ঐক্যজোট
ব্রাহ্মণবাড়িয়া জেলা।
Leave a Reply