কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদেশি অস্ত্রসহ ভারতীয় ৪ নাগরিকসহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কুটি বাজারের হোটেল আলী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি দেশীয় পাইপগান ও একটি বিদেশি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে আমজাদ হোসেন (২২), একই জেলার কসবা উপজেলার মান্দারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাসিবুল হাসান অনিক (১৯), ভারতের পশ্চিম ত্রিপুরার বিশালগর থানার নেতাজিনগরের মৃত শ্যামল চন্দ্র দেবনাথের ছেলে স্বর্নজিৎ দেবনাথ, উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার ধর্মনগর গ্রামের রতিশচন্দ্র চৌধুরীর ছেলে নির্মলন্দ চৌধুরী (৩২), পশ্চিম ত্রিপুরার আমতলী থানার আমতলী গ্রামের সুনিল সরকারের ছেলে শংকর সরকার (৩১) এবং ত্রিপুরার বটতলা থানার রাজনগর গ্রামের অবনি দাসের ছেলে বিমল দাস (৩৩)।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply