স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জনবান্ধব পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান নভেম্বর/২০১৯ ইং মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা সংক্রান্তে তথ্য নেন এবং মাদক, জঙ্গি, সন্ত্রাসী কার্যক্রম, বাল্যবিয়ে, ধর্ষণ, যৌতুক ও নারী নির্যাতনসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় অন্যত্র বদলী হওয়া পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রব এর বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান, ০৩ জন কনস্টবলকে অবসর জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান এবং এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পড়িয়ে দেন পুলিশ সুপার।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল করিম সহ জেলা পুলিশের উর্দ্ধতন অফিসারগণ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply