স্টাফ রিপোর্টার //সময়নিউজবিডি
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় এ দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে স্থানীয়ভাবে নির্মিত স্মৃতিসৌধে প্রথমে উপজেলা প্রশাসন ও পর্যায়ক্রমে উপজেলা পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত মাঠে পুলিশ, আনসার, স্কাউট সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্যারেড কুচকাওয়াজের মাধ্যমে শহীদদের সম্মান প্রদর্শন করেন। পরে মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান, বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তারা মিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী জামাল উদ্দিন।
উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চান্দুরা ইউপি চেয়ারম্যান শামীমুল হক চৌধুরী, বুধন্তী ইউনিয়নের চেয়ারম্যান জিতু মিয়া, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউল হক বকুল, চম্পকনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক হামদু, হরষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারুয়ার হোসেন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভুইয়া, ও সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুইয়া মনির, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী, সাধারন সম্পাদক জিয়াদুল হক বাবু, সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের নাগরিকরা।
এদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ৫২জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বরূপ শীতের ব্লেজার প্রদান করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply