সংবাদ শিরোনাম
নির্বাচনে ব্যালট পেপারে ভুল প্রতীক ছাপার ঘটনায় কসবা নির্বাচন অফিসারকে বদলি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হত্যাকাণ্ড বন্ধের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের পদযাত্রা পরপারে চলে গেলেন পরোপকারী কুরিয়া প্রবাসী কাজী শাহ আলম মোবাইল আসক্তি ঠেকাতে ও ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ বিজয়নগরে জালনোট তৈরির সরঞ্জামসহ তিনজন আটক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা।। এলাকায় শোকের ছায়া ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা সপ্তাহ’র উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া শহরকে সম্প্রসারিত করে পরিকল্পিত নগরায়ন করা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোকতাদির চৌধুরী এমপি কমলগঞ্জে শমশেরনগরে রেলপথ ঘেষে জমে উঠে অবৈধ পশুর হাট; দুর্ঘটনার আশঙ্কা নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি

রাসুল (সাঃ) এর অভাব অনটনে জীবন যাপন

রাসুল (সাঃ) এর অভাব অনটনে জীবন যাপন

ইসলামের নবী বিশ্বনবী,  যাকে সৃষ্টি না করিলে আল্লাহতায়ালা কিছুই সৃষ্টি করিতেন না, এই আসমান, জমিন, লোহ কলম, আরশ, জান্নাত জাহান্নাম জ্বীন ইনসান,  ফেরেশতা তথা কুল মাখলুকাত যার জন্য আল্লাহতায়ালা সৃষ্টি করেছেন সেই মহামানব সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ (সাঃ) দুঃখ কষ্ট অভাব অনটনে সারাটা জীবন অতিবাহিত করে গেছেন শুধু উম্মতের দরদ আর চিন্তা ফিকির করে।তিনি চাইলে ফেরেশতারা তার জন্য পাহাড়কে স্বর্ন বানিয়ে দিতে প্রস্তুত ছিলেন সেই নবীর অভাব অনটন কি পরিমাণে ছিলো তা জানা আমাদের জন্য অতীব জরুরী বিষয়। আসুন,  আমরা আমাদের নবী মোহাম্মদ (সাঃ)  এর জীবনের অভাব অনটনের কিছু  ঘটনা জেনে নেয়।  
মহানবী হজরত মোহাম্মদ( সাঃ) এর খাদেম হজরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবীজী (সাঃ)এর অফাত (ইন্তেকাল) এমন অবস্থায় হয়েছে যে, তিনি কখনো পেট ভরে যবের রুটি খেয়ে দেখেননি। 
রাসুলুল্লাহ (সাঃ) এর জীবন সঙ্গিনী প্রিয়তমা স্ত্রী হজরত আয়েশা (রাঃ) বলেন, আল্লাহর কসম! মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) এবং তার পরিবারবর্গ কখনোই একাধারে দুইদিন পেটভরে যবের রুটি খেতে পারেনি। 
হজরত আয়েশা (রাঃ) তার আপন ভাগ্নে হজরত উরওয়াকে বলেন, কোন কোন সময় এমন ও অতিবাহিত হয়েছে যে,আমরা পরপর তিন মাসের চাদ দেখতে পেয়েছি। অর্থাৎ দুইমাস অতিক্রান্ত হলেও আমাদের ঘরে চুলা গরম করার সুযোগ আসতো না।তখন হজরত উরওয়া জিজ্ঞেস করলেন খালাজান! তাহলে ওই দিন গুলো কি খেয়ে বেচে ছিলেন? উত্তরে নবী পত্নী আয়েশা (রাঃ) বলেন, শুধু খেজুর আর পানি দিয়েই দিন কাটিয়ে দিতাম।
হজরত আনাস (রাঃ) বলেন,  একবার হজরত ফাতেমা (রাঃ) এক টুকরো রুটি নিয়ে রাসুলুল্লাহ ( সাঃ) এর দরবারে উপস্থিত হন। রাসুল (সাঃ) জিগ্যেস করলেন এটা কিসের টুকরো?  
হজরত ফাতেমা (রাঃ) আরজ করলেন এটা রুটির টুকরা। আপনাকে না দিয়ে আমি (ফাতেমা)  এই টুকরাটি একা খাই তা সহনীয় ছিল না। তখন হুজুর (সাঃ)  বলেন, তুমার পিতার মুখে তিনদিন পর এই প্রথমবার খাদ্য প্রবেশ করছে। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা (রাঃ) এরশাদ করে বলেন, হজরত রাসুলুল্লাহ (সাঃ) ক্ষুধার দরুন পেটে পাথর বেধে রাখতেন,  যেন পাকস্থলী ভারী বলে অনুভূত হয়। হজরত আনাস (রাঃ) একবার শপথ করে বলেন, হজরত রাসুলুল্লাহ (সাঃ) তৈল দিয়ে বানানো নরম রুটি স্বচক্ষে কোনদিন দেখেননি। ইসলামের বিজয় যখন বিস্তৃত হলো এবং দলে দলে মানুষ ইসলামের শান্তির ছায়াতলে এসে মুসলমান হতে লাগলো তখন একবার হজরত উমর (রাঃ) তার ভাষণে বললেন, আমি একদিন হজরত রাসুলুল্লাহ (সাঃ) কে ক্ষুধায় খুব কাতর দেখেছিলাম,  তার কাছে তখন এমন কিছু ই ছিলনা যা দ্বারা তিনি ক্ষুধা নিবারণ করতে পারতেন। 

লেখকঃ মুফতী মোহাম্মদ এনামুল হাসান। যুগ্ম সম্পাদক- ইসলামী ঐক্যজোট, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com